মেলার প্রথম দিন। নিছক যাওয়ার জন্য যাওয়া। জানি প্রথম দিন মেলা জমবে না। অনেক স্টল অবকাঠামো ঠিক করতে ব্যাস্ত থাকবে। তারপরেও। মেলা তো। এবার ঠিক করেছি প্রত্যেক দিন যাব। প্রত্যেকটা স্টল এবং প্যাভিলিয়ন থেকে কমপক্ষে একটা বই কিনব। আজকে বেশ কিছু বই কিনেছি। বন্ধু মহলে হরিশংকর জলদাস’র নাম শুনেছি অনেক। তার তিনটা বই কিনলাম। দু’টি অবসর থেকে (Noor E Protik). চিত্তরঞ্জন অথবা যযাতির বৃত্তান্ত, মূল্য: ২২৫ টাকা। কসবি, মূ্ল্য: ৩০০টাকা। হরিশংকরের পরের বইটা অন্যপ্রকাশ (Mazharul Islam) থেকে কেনা। বইয়ের নাম একলব্য, মূ্ল্য: ৪৫০টাকা। একলব্যের মূদ্রণ পছন্দ হয়েছে অনেক। দু’টি বই কিনেছি বাউল-ফকির পদাবলি সিরিজের। একটি লালনের অপরটি হাসন রাজার। বই দু’টি প্রকাশ করেছে অন্বেষা। দুটি’র মূল্য ২৫০টাকা করে। আরো কিছু বই কেনা হয়েছে। বাচ্চাদের বই। অনেক লম্বা তালিকা। লেখার মতো শক্তি পাচ্ছি না। বাংলা বইয়ের জয় হোক।