তৈলচর্চা প্রমিতকরণ
 মহাগুরুবিদ্যা বুঝা অবান্তর অতি
 শামুক খোলস তার নিদারুণ জ্যোতি
 ডানে চান বায়ে চান হাসিতে লাগিয়া
 সাগরেদ রেস ধরে ঢলিয়া ঢলিয়া
 গুরুহস্তমধ্যে আছে মজার ম্যাজিক
 ম্যাজিকের তাণ্ডবতে সঠিক-বেঠিক
 গুরুর মাথায় যদি চিন্তা করে খেলা
 ভক্তকুল ভক্তিভরে দেয় খালি ঠেলা
 ঠেলায় ঠেলায় শেষে গুরুলীলা সারা
 গুরুচিন্তাবিদ্যাজ্ঞান মাঠে যায় মারা
 ভক্তকুলে মুসরায় ভয়াল ঘটনা
 গুরুহীনসভাঘরে সভাযে টেকেনা!
 ভক্তরা বসিয়া পরে একখানে মাথা
 গুরুগুণকীর্তনেতে ইতিহাস গাঁথা
 দিস্তাভরি কাগজেতে কালি অপচয়ে
 গ্যালনে গ্যালনে তেল ঢালিল সকলে
 তৈলাক্ত আবহাওয়া পিছলা পিছলা
 ভক্তকুল চামড়াতে আবরণ দিলা
 এইভাবে ভক্তদের চামড়াটা ভারী
 তেলামির তৈলাক্ততা বুঝতে-না পারি 
মিরপুর-ঢাকা/২০জুলাই/২০০৪
কবিতাটি আমার পছন্দের ছিল। পুরোনো হার্ডড্রাইভে অনেক কিছুর সাথে এটিকে খুঁজে পেলাম।

