1.2K
কেমন করে হারিয়ে গেলে
যখন আকাশ কালো হলো
আবার পশলা পশলা করে
আমায় এখন ভাসিয়ে দিল!
জোৎস্না মাখার আহ্লাদী মন
তোমার যেমন, আমার তেমন
এই সময়ের একটা ঘুড়ি
সুতোয় বাঁধা হাতেই ছিল।
প্রান্তরের সেই সবুজ ঘাসে
একটি দুটি প্রজাপতি
আঁকছে আজো রঙীন জলে
বিসর্জনের পাল্টা গানে
একটা জীবন তোমায় ছাড়া
আস্তে আস্তে শূন্য হলো।
**//** ডেইলি স্টার, ঢাকা।