মানুষ ছাড়া অন্য প্রাণী মারবে কেমন করে?

by nirjhar
selective photo of brown pet paw

অনেক দিনের পরে গেলাম লতিব্বাইয়ের বাসায়
ঢুকতে দেখে বিড়াল দু’টি লেজ ফুলিয়ে শাসায়
আতংকিত তিমু ভাই বলল আমায় শেষে
বিড়াল নয়, বাঘের বাচ্চা, বসতে দিলে ঘেষে।
হাসির তোড়ে তিমু ভাইকে উড়িয়ে দিলাম জোরে
মানুষ ছাড়া অন্য প্রাণী মারবে কেমন করে?
বিড়াল আমার অতি প্রিয় খুব আদুরে তারা
আমার বিশেষ অপ্রিয়-সে বিড়াল বিরোধ যারা,
আদর হলো সোহাগ হলো বিড়াল বাবার আরাম
কে জানত একটু পরেই বাড়বে আমার বেরাম!
তিন্নি ভাবী সব্জি রেঁধে কাবাব দিলেন সাথে
দেশী হলেও আমার বিশেষ আসক্তি নেই ভাতে,
রাতের খাবার শেষ করে যেই বসছি একটু হেসে
ভালোবাসার গানের তালে দিচ্ছি-যে তাল জোসে
আমার আঙুল তবলা-বাদন খুব হচ্ছিল খাসা
বিড়াল ব্যাটা থোরাই কদর করল ভালোবাসা।
একটি লাফে জাপতে ধরে করল ধরাশায়ী
কামড়ে দিল আঙুল গুলো বিড়াল অবিশ্বাসী!
এখন আমি হাসপাতালে হাতে প্রচুর ব্যাথা
বিড়াল তবু ভালোবাসি, এটাই বিশেষ কথা।

You may also like

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00