273
আমার না পড়া বইয়ের তালিকা দীর্ঘ। সময়ের অভাবে আস্তে আস্তে সেটা পূর্ণ করছি। তাই নতুন তালিকা বলে কিছু নেই। যা জমা হচ্ছে তা আগের তালিকার শেষে যুক্ত হয়ে যাচ্ছে। একই ভাবে আমার না দেখা চলচ্চিত্রও অনেক। একই পদ্ধতিতে নতুন ছবিগুলো যুক্ত হয়ে যাচ্ছে।
আমি কী পড়ব, কী দেখব, কখন দেখব বা পড়ব তা মোটামুটিভাবে ঠিক করা। যা বয়স হয়েছে, মনে হয় না সব করতে পারব। তাই আমার বর্তমান সময় হচ্ছে এইজ অব ডিডাকশনের। মানে আমি কী কী করব না তা নির্ধারণের।
দয়াকরে ক্রাপ কোন বই বা চলচ্চিত্রের গল্প আমার সাথে করবেন না। আমার প্রতিভা কম। এই স্বল্প প্রতিভা নিয়ে বাকী জীবনটা পার করে দিতে চাই।