731
ছবিটা ২০১১ সালে তোলা। ১৮ ফেব্রুয়ারি, সন্ধ্যা ৭:৪৪। ভোলার চরফ্যাশনের চর কুকড়িমুকড়ি তে। পূর্ণিমা ছিল। অনেক লং এক্সপোজারে তোলা ছবি। পিছনে শান্ত সমূদ্র। চাঁদের আলোয় চক চক করছে। দ্বীপটা নির্জন ছিল। আমরা বন্ধুরা আগুন জ্বালিয়ে বসে ছিলাম। প্রচুর পান করেছিলাম।