1.7K
তুমি করো রঙ্গমঞ্চে খেলা
 পাবলিক খাই খালি ঠেলা
 ঠেলাও আছে তবু হাভাতে
 দেখে তুমি দাড়াও তফাতে
 এরি নাম রাজ্যপৃষ্ঠপাশ
 ভালোবাসা চরম হতাস;
 আমরা তো শীতল বাতাস
 বাল-ছাল কবিতার চাষ 
১৭/০৯/২০০৪
কবিতটি লেখার পর আর খুঁজে পাচ্ছিলাম না। এবার পেলাম। ভুল ফাইলে নেমিং হয়েছিল।

