834
ছিন্ন-ভিন্ন করে শব্দরা আজ
কেঁপে ওঠে গর্জন করে-
এ কেমন অনিশ্চিত শব্দ যাত্রা?
তাই যদি হবে-
কেন তবে সব কিছুর শুরু ও শেষে তুমি ছিলে!