1.2K
ঝড়ের তাণ্ডব যেমন
অবাক, সবাক
কিছু শুয়োপোকা ভেবে দেখে
ভিতরে, অন্তর আর তারো গভীরের প্রতিটা কোষ
কি বিস্ময় চারপাশ,
প্রতিটা বিক্ষভের পর সব একাকার
আদতে পার্থক্য নেই, মানুষ এবং ঘাস
মানে আমাদের ডিএনএ তাই বলে।