3.8K
আমার শোবার ঘরের একটা দেয়াল পুরোটাই জানালা (বা দরজা) যা দিয়ে আকাশ দেখা যায় বা বরান্দায় যাওয়া যায়। আমি কখনই আকাশের দিকে তাকাই না। পর্দা দেয়া থাকে। ভারী পর্দা উঠানোর ইচ্ছে হয় না। আমি অলস রাশির জাতক। আজকে জানালা খুলেছি একটু আগে। অনেক ভালো লাগল। দূরে বুড়িগঙ্গা দেখতে পেলাম যা উপর অনেক সুন্দর মেঘ এবং নীলাকাশ। অনেক আনন্দ হলো। প্রথম বারের মতোন আকাশ দেখেও ছবি তুলতে ইচ্ছে করল না।
আমি আকাশ দেখি না কারন আকাশ ভীতি আছে। একবার আকাশ মাথায় ঢুকলে কোন কাজে আর মন বসে না। শুধুই মন কেমন করে আমার মন কেমন করে।
1 comment
tor to dekhi negative height fobia ache. Sobai niche dekhle doray r tui upore. Shun akash ashole nil na, ooi din akash e megh chilo na r surjor taap prokhor chilo na.
R sobchey boro kotha 6 din din e ghumanor por hotat ekdin akasher cheahara dekhle ooitare nil e moen hobe