আপনার ফেইসবুক আসলে আপনিই নিয়ন্ত্রণ করেন

by nirjhar

আপনার ফেইসবুক আসলে আপনিই নিয়ন্ত্রণ করেন। বিশ্বাস হচ্ছে না? একটু ব্যাখ্যা করি।
আপনি কাদেরকে বন্ধু বানাবেন এবং বানাবেন না, কাদেরকে ফলো করবেন সবই আপনার হাতে। এটা একটা সিলেকশন প্রসেস। এই সিলেকশন প্রসেস ডারওয়েনের ন্যাচারাল সিলেকশন প্রসেসের মতো দীর্ঘদিনের প্রসেস নয়। কয়েকটি মাসের অভ্যাসে আপনি এটা করতে পারেন।
যেমন একজন সেলিব্রেটির একান্ত ব্যক্তিগত বিষয়টি আমার হোম স্ক্রিনে আসে নি। কেন আসে নি?
আমি দীর্ঘদিন ফেইসবুক ব্যবহার করে আমার পছন্দ গুলো জানিয়ে দিয়েছি। আর সেই সব অসুস্থ্য মানুষদের বন্ধু তালিকা থেকে সরিয়ে দিয়েছি যারা অন্যের ব্যক্তিগত বিষয়ে নাক গলায়।
যেসব কন্টেন্ট আপনি চান না স্পষ্ট করে সেটাকে নাকচ করে দিন। অসুস্থ লোকদের বন্ধু তালিকা হতে প্রত্যাখ্যান করুন। একটা সময় দেখবেন আপানার ফেইসবুক অনেক বেশী পজিটিভ হয়ে গেছে। আর নোংরা লোকগুলো?
সেইসব লোকেরা মনে হয় তাদের সমমনা মানুষদের সাথেই থাকবে। রাজ্যের সব নোংরা জংজাল দিয়ে দিয়ে তাদের অন্তর্জাল কলুষিত হবে। থাকুক তারা তাদের মতো। তাদের কোন কন্ট্রিবিউশন সমাজের খুব কাজে আসেনি, আসবেও না।

শুভ রাত্রী।

**//** ধানমন্ডি, ঢাকা।

You may also like

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00