1.2K
কী অসম্ভবের দশা, নিশ্বাসের অক্সিজেন
কঠিন লোহাকেও মরিচা ফেলে দেয়;
যারা নিশ্বাস নিয়ে স্বপ্ন দেখি বা দেখাই
লৌহ মনকে মরিচা থেকে বাঁচাই,
কোথায় জানি বোবা কান্না থেকে যায়।
হে আমার আকাশ রাঙা মেঘ
তোমার বুকে বৃষ্টি আছে জানি
আমার হৃদয় মরচে পরা লাল
জ্বলুক পুরুক ক্ষতি নেই তবু
একটু শুধু লাগবে এখন জল।
জলের মাঝেও লুকিয়ে থাকে বাঁচা
এই অসময় তোমার অপেক্ষায়
সম্ভাবনার তোমার আমার খেলা
মেঘের বাড়ি আসুক এ রাস্তায়।