1K
দীঘির জলে কার ছায়া গো
Humayun Ahmed
তোমার নাকি আমার?
তোমার কি আর মন চায় না
এই কথাটা জানার?
জল পড়ল, পাতা নড়ল
অবিচল স্মৃতি
থুবরে থাকা ফুলের পাপড়ি
কিছু না লেখা কবিতা
জীবন এমনই
মানে আছে আবার নেই
যেটুকু নেই, সেটাই তুমি আমি।
**//** ধানমন্ডি, ঢাকা