1.1K
গুঞ্জনে ভ্রমরের কথা বুঝি
আমি বুঝি ঝংকার
কিছু কিছু ভ্রমর থাকে ব্যাথাতুর
কথিত সময়ের পারাপার;
আমিও বিনিদ্র ভ্রমরের মতো চুপে
অন্ধরারের দারুন একটু আভায়
তোমার ফেলে যাওয়া গন্ধ শুঁকে শুঁকে
বিনিদ্র আকাশের মাঝে চঞ্চলতায়..
প্রিয়তমা আমার: আমি আজ
অন্ধকারের সব কষ শুষে খেয়ে নিব।।
পান্থপথ, ঢাকা।