1.7K
সমান্তরালে দুইটি প্রাণ চলে
 কী অদ্ভুত, কী বিস্ময়
 হৃদপিন্ডের দামামা একই ছন্দে বাজে।
 আমার বট গাছটি মুরোলো
 অফুরন্ত শিল্পের মতো
 আমার গল্প কি ফুরোলো?
 বাস্তবে কিছু গল্পের শেষ থাকে না
 যেমন জীবন অথবা একটি নতুন প্রাণ
 একটি অশেষ গল্পের নাম;
 আমিও শক্তির মতো, ঈশ্বরের মতো
 তাকিয়ে দেখেছি
 এক মহিরুহ আমি, প্রচণ্ড বিস্তার;
 আমার ২৩ টা ক্রোমোজমের কসম
 মা গো, মা
 চোখ দুটো চেয়ে থাকে অনেক ভিতরে
 আমার গল্পটা সেই চোখ থেকেই শুরু
 সেই থেকেই আমি কিছু সৃষ্টির অঙ্গীকার।

 
 