তারপর ঘুমিয়ে যাওয়ার আগে হয়তো ভাবব, এ জীবনকে কতটা দীর্ঘ থেকে দীর্ঘতর করা যায়! ঘুমিয়ে যাওয়া মানেক ক্ষণিকের মৃত্যু। নতুন জীবন শুরু হয় আবারো। কিন্তু প্রতিদিন জেগে উঠে ঠিক বুঝি না এ জীবন কীসের নিমিত্তে বয়ে চলেছে। ভাবছি। ভাবার প্রাকটিস করছি।
তারপরেও ঘুমাতে হবে। তারপরেও আর একটা দিনের শুরু হবে। ব্যস্ত হব, আয়োজন করে ব্যস্ত থাকার চেষ্টা করব। ভাবনার বিদায় দিয়ে ব্যস্ত থাকার প্রাকটিস করব। হায়রে ব্যস্ততা! হায়রে ভান!
শুভরাত্রী!
**//** ধানমন্ডি, ঢাকা