798
প্রথম বৃষ্টির মতো, চিরচেনা এবং অচেনা
তবুও মেঘের কথা ভাবি, ঝরের গুঞ্জন
আমাদের পথের অনেক অজানা বাঁকে
পায়ে হেঁটে অথবা গড়িয়ে যাই সামনের দিকে
এ জীবন শেষে, পথের শেষে, সময়ের শেষে
আমৃত্যু বৃষ্টির প্রতিক্ষায় থেকে যায় কিছু প্রাণ;
আমার অযুত নিযুত বেলায়
কাহার বাঁশি এখন এই অসময়ে বেজে যায়?