সারারাত হয়তো ঝরেছ অঝোর ধারায় ঘুমঘোরে থাকা কিছু জীব এসে দাঁড়ায় আহা সকাল! আহা ভোর! এই নগরকে আজ অন্যরকম মনে হয় ইদানিং কেমন জানি গত বরষা না বলতে থেকে, আর বলি না। তবও আমরা শীতাতপ ঘরে বিছানা সাজাই যেন একটু আকাশ দেখা যায়! আকাশকে দিনে দিনে আড়াল করে আমাদের কী অদভুত আকাশের স্বপ্ন! বৃষ্টিমাখা দিনে, কাঁথার নরম ওমে গত জন্মের আগের বরষা গাঁথা গাই ঠিক এমনই দিনে তারে বলতে চাই। ঢাকা, ২১আগস্ট