803
সম্ভবত ২০০২ সালের ঘটনা। মকসুদ ভাইয়ের বাসায় বেড়াতে গেছিলাম। বাসাটা ছিল ধানমন্ডি ৩২ নম্বর রোডের শেষে ব্রীজটার কাছে। রাইসু ভাই (Bratya Raisu), আমি এবং আরো অনেকে ঠিক মনে নাই। অনেক আড্ডা হয়েছিল। খাবার ছিল অনেক। যেটা মনে আছে সেটা হলো উনি জাম্বুরা দিয়ে অদ্ভুত একটা সালাদ বানিয়ে দিয়েছিলেন। সেই খাবার সেকেন্ড টাইম আর খাওয়ার সুযোগ থাকল না।
বিদায় মকসুদ ভাই।