807
এই সময়ের আকাশ আমার প্রিয়। আকাশের দিকে তাকালে মনে হয় কোন ক্যানভাসে অদ্ভুত কম্পোজিশন দেখছি। এই নগরের যাবতীয় ভারে এখনো আকাশ নিজেকে সমৃদ্ধ করে রেখেছে। আকাশ আসলেই বিশাল! সকালে ঘুম থেকে উঠার অভ্যেস অনেকের নেই তাই দিনে অন্তত একবার এখন শেষ বিকেলের আকাশ দেখুন। আর সময় বেশী থাকলে দিনের বেলাতেও। এখন আকাশে মেঘেদের ছোটাছুটি ক্লান্তিহীন। কিছু না করেও ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকা যায়।
**//** আম্রমঞ্জরি, ধানমন্ডি, ঢাকা।