1.3K
কথা ছিল দূর আকাশে হবে পরিচয়
ও বন্ধুরে,
মনের কথা মনেই রয়ে যায়।
ডানায় ডানায় পরশ দিয়ে
মেলেছিলাম পাখা
উড়ার সাধেই তোমায় নিয়ে
একটু আদর মাখা;
হঠাৎ দেখি ডানা আছে
পাখি কোথা হায়!
ও বন্ধুরে,
মনের কথা মনেই রয়ে যায়।
আকাশ এখন তেমনি আছে
আছে মেঘের পালা
মুক্ত হাওয়ায় উড়ব কিন্তু
কেন এমন জ্বালা?
যার জন্য উড়াল দিলাম
উড়াল তারে চায়
ও বন্ধুরে,
মনের কথা মনেই রয়ে যায়।
5 comments
সুন্দর!
সুর করে অডিও টা আপলোড করে দিন।
Sure.
opurbo. pore monta bhore utholo.
ধন্যবাদ। সুরটাও আমার পছন্দ হয়েছে। ব্লগেই প্রকাশ করব।
আমার সবুজ পাতা, ব্লগ বা ম্যাড হাউস, কোনোটাই খুলতে পাচ্ছিনা আমার কমপিউটার থেকে। আপনি কি আমার ব্লগ দেখতে পাচ্ছেন ?