411
তার সাথে পরিচয় ৫ বছর আগে। নুহাশ পল্লীতে। একটা নাটকের শুটিং চলছিল। সেখান থেকেই আলাপ। এরপর অনেকটা সময় আমরা প্রতিবেশী ছিলাম। ভয়ঙ্কর ইমোশনাল এবং আত্মমর্যাদা নিয়ে থাকা এই মানুষটির আজকে জন্মদিন। শুভ জন্মদিন স্পর্শিয়া।
ছবিটা ২০১৮ সালের ২১ জুন সকালে তোলা। সেদিন ছিল আমার জন্মদিন। স্থান: ধানমন্ডি ৪, ঢাকা।