932
আমার থেকে দূরে যাও তুমি
নীলাকাশ তবু স্থির
ওপারে প্রশ্নের যত তারা
আমৃত্যু এর পরীক্ষা-
তবু দেখ
যোজন যোজন দূরে তুমিও স্থির
আকাশের প্রতিচ্ছবি।
কেন রাখ দূরে? অতল গহ্বরে, নীহারিকার কেন্দ্রে
এক খণ্ড মেঘের মতো আজিবন
উড়ন্ত ভালোবাসার মতো আমি।