523
আমারে ডাকছিলা, তাই আসি
মরমে মরমে কথার ফাঁসি, উপেক্ষা করে
দরজার সামনে থেমে যাই, ক্রমশ নাগরিক বিলাস
কেঁপে উঠে, উত্তাল ঢেউ হয়ে মহাসমুদ্র মনে হয়
কড়া না নেড়ে হাতে নেই বাঁশি,
সেই সুরে পিছু নেয় তোমার দীর্ঘশ্বাস, এতদিন চেপে রাখা;
এই নগরে তোমার ডাক শুনি অদ্ভুত আমি
হ্যামিলন কিংবা ঢাকা।
**//** ধানমন্ডি, ঢাকা।