316
এই হালকা শীতের ঢাকায়
রিক্সায় আসতে গিয়ে যে মেয়েটা পাশ দিয়ে অদ্ভুত হাসি মাখিয়ে গেল
বসন্ত সেখানে ছিল স্থির,
এই শহরে বসন্ত মিছিল হওয়া জরুরী ছিল
এই শহরে শব্দহীন হয়ে অনন্ত আকাশ ভাবার কথা ছিল
আমরা কেবল প্রতিদিন, প্রতিভাবে প্রতারিত হই;
শীতের আগমনে বসন্তের ভাবনায় এখন নিজের সাথে নিজেই প্রতারনা করে
কাচের দেয়ালে থেকে ঠান্ডা যান্ত্রিক বাতাস মাখছি;
কী অদ্ভুত ভাবে যা ভাবি না, তাই ভাবছি-
অসময় একেই বলি।
**//** ডেইলি স্টার সেন্টার, ঢাকা।