নিয়তি

by nirjhar
3 mins read

নিয়তিতে ঝরে পড়ে পাতা
সবুজ ঘাসে রঙীন মোড়কের ছায়া
পাতার দুঃখবোধে শামুক আরো স্থির হয়
বেদনার ভারে নিমজ্জিত সকল গাছতলা;
যা যা হারিয়ে গেল-
গ্রামের রাস্তায় চলা শেষ মহিষের গাড়ি
চলেছিল কোন, শেষবারের মতো মাস্তুলে হাত রেখেছিল মাঝি
গুন টেনে ক্লান্ত তার শেষ ছায়া;
ছায়ারো দুঃখবোধ, দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে মিশে যায় মিলে যায়
পৃথিবীর সমস্ত ভারী নিশ্বাসের সাথে মিশে থাকে তোমার আমার হারিয়ে যাওয়া মায়া;
বিনিদ্র রাতের শেষে আলোহীন শব্দহীন একটা ঘরে আমি ভাবি
এই নগরের প্রতিটা গৃহকে কবর মনে হয়-
একটা গভীর দুঃখবোধ কোথায় জানি আছে
নিরালা নিশ্চুপে সেই ভাবনার অন্তহীন সঙ্গীত মাথার মধ্যে আবর্তিত হয়।
// গ্রীন লিলি, ধানমন্ডি, ঢাকা।

You may also like

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00