330
তপস্যায় সাথে থেকো
বাদলধারায়-
বিবর্তনের কোন এক ফাঁকে
গাছের জিনোম অনেক প্রবল
কেমন করে জানি, ইটের কঙ্কালের ভেতরেও
বৃষ্টি স্পর্শ করে।
হাতরে-পাতরে লুকোচুরি
আর একটা লতার মতো বাহু
আকাশের অন্তরালে খুঁজে ফিরে অবলম্বনটুকু
কী সুন্দর বিচ্ছেদ আমাদের-
মানবিক শরীরটা মেনে নিয়ে গাছের দেহে আটকা পড়ে
তোমার চাহনিতে ডুবে, কতবার উদ্ভিদ ভাবনা ভেবেছি।
**//** ধানমন্ডি, ঢাকা।