803
একটা হাসের মতো
শ্যাওলা ঢাকা পুকুর পাড়ি দিয়ে
জলরঙে নিজেকে এঁকেছি;
বিস্তার একেই বলি
ছায়াপথের যাত্রী হয়ে
অদ্ভুত নক্ষত্র খুঁজি।