427
তোমাকে ভাবব বলেই বসন্তে বাস করি
সংসার শেষে, মস্ত চাঁদ একা
জাগতিক ব্যকুলতা বিস্তার করে ধুকে ধুকে
নাগরিক আলো আর দুষণে ম্রিয়মান-
আমি অদ্ভুত এক দ্বন্দ, ভালোবাসি সোঁদা গন্ধ
অথচ কম্পিউটারে কাব্য করি, জব্বার ভাইয়ের সেবায়
হে আলোর কণা,
আমাকে পরিত্যাগ করার আগে ভেব নিও কয়েকটা মিনিট
আমি ছিলাম, যেমন আছি
এই শহরের সমস্ত কষ নিঃশেষ করে তবেই আমি যাব।
**//** ধানমন্ডি, ঢাকা।