913
কন্ঠের কাছে বিষের মতো ছায়া
সঙ্কুচিত একটা ভ্রমর দিকভ্রান্ত
হঠাত পৃথিবীর বলয়ে চৌম্বক রেখা অচেনা
29 জেনেও
আমার জিপিএস চালু করি না।