833
তোমার সাথে দ্বিমত আছে বলেই
তুমি-আমি
মতান্তরে আমি-তুমি আলাদা একক
তোমার তুমিতে বাঁধা দিয়ে বস্তুত নিজেকে হারিয়ে ফেলি;
মুক্ত বিহঙ্গ দেখে ভালো লাগে
যেমন ভালো লাগে শরতের মেঘের আকাশ;
**//** ধানমন্ডি, ঢাকা।