1.1K
“না”
এই একটি ধ্বণি বা শব্দ এখন বাক্য;
আমি না বাক্যেই বলে দিতে পারি এ রায় আমি মানি না।
যদি ভাবো আমি বিড়াল, আদরের নরম পরশে গুটিশুটি মেরে
তোমার পায়ের কাছে বসে ঝিমুবো; বড্ড ভুল হয়ে যাবে।
যারা পূর্নিমার রাতে হাত ধরে মুগ্ধ হয়ে চাদোয়ায় ভাসে
তারা কিন্তু সূর্যের প্রখরতাও জানে
আমাদের নখরে নখরে চেয়ে দেখ কেমন করে শানিত হয়ে আছি
ফরমালিনে ঢাকা চেতনা থেকে বেড় হয়ে আসো
নইলে সুন্দর কাচের জার ভেঙে যাবে আঁচড়ে।
না।
এ রায় মানি না।