248
তুমি বড় বড্ড এলোমেলো
ছাইপাশ কতো কী গিলো,
রাতবিরেতে তক্ষকের সাথে কথা বলো,
অন্যের নকল সুখের বাসায়
প্রতিটা স্বপ্ন দিনে দিনে ম্লান হয়ে যায়;
আমি ভোরের আলোর সংকল্প নিয়ে
কতবার তোমার দূয়ারে দাড়িয়েছি;
সে পথ গিয়েছে আজ থেমে
তবুও পথিক আমি, ভ্রমরের মতোই
গুঞ্জনে বার বার মনে করাই
দুটি ডানার প্রস্তাব নিয়ে বাতাস নাড়াই।
**//** ধানমন্ডি, ঢাকা।