386
আকাশের মতো বিশাল হতে গিয়ে
শূন্যে মিলে যাই;
অজস্র সমান্তরাল আমি, তোমাকে ভাবতে গিয়ে
অতিদূর গভীরে ছোট এক বিন্দুতে থাকি;
নিজেকে আবিষ্কার করা মানুষ-
প্রতিবার জীবনকে অন্যাভাবে দেখে
সমূদ্রের উত্থাল ঢেউও
একসময় মনে হয় শান্ত নদীর তীর।
বিষাদের ছায়ায়, রঙীন চাদরে ঢাকি
জীবন এমনই সত্য
বিন্দু থেকে সিন্ধু হবার অদ্ভুত এক কবিতা।
**//** ডেইলি স্টার সেন্টার, ঢাকা।