445
যদি ভাব প্রচন্ড বৃষ্টিতে আমি
ভিজতে ভিজতে মিশে যাব একদিন-
যদি এমনটা হয়, আকাশের সব রঙ
গড়িয়ে গড়িয়ে ভেজাবে আমাকে!
একই নক্ষত্রের থেকে জন্ম নিয়ে রঙহীন জীবন কেন হয়?
এখন বৃষ্টি বেলায় চাদর জড়িয়ে থাকি-
অথচ দিগন্তরেখাকে চ্যালেঞ্জ করে
তোমার আমার প্রদিবাদি ভাষ্কর্য হওয়ার কথা ছিল!
এমন কোন মেঘ আর নেই কেন
যেখানে ঘর বাঁধা যায়!
আমার বাদল দিনে তুমি ছাড়া
আঙুল জুড়ে অপার বিস্ময়।
**//** ডেইলি স্টার সেন্টার, ঢাকা।