513
নীলাভ রঙের বৃষ্টি হচ্ছে
মস্ত শহরটাতে,
নিয়ন আলোয় ভিজছে বাদল
এই যে অবেলাতে।
ভাবছি আমি একটু একটু
বাদলধারার সাথে
ছুয়ে দিব হঠাৎ তোমায়
নতুন অপরাধে।
আপন মনে অন্যখানে
কোথায় নূপূর বাজে
সেই সুরেরই আবিষ্কারে
লিখছি একটু লাজে।
আজকে রাতে তৈরি হবে
অন্যরকম গান
আজকে আবার লিখব আমি
তোমার আমার প্রাণ।
**//** ইয়েলো ক্যাফে, ধানমন্ডি, ঢাকা।