511
আমাকে ডাক দিও কাছে
বৃষ্টি ঝরা প্রতিটি গাছে
খবর দিও,
শহর-নগর গাছেদের দখলে যাবে
বৃষ্টিতে ভিজবে সমস্ত কবিতার নিয্যাস
মনে রেখ
গত জনমের পাতাঝরার দিনে
সঙ্গে ছিলাম
প্রতিটি জলের কণার কাছে রাখা ঋণ
শোধ দিও।
**//** ইয়েলো ক্যাফে, ধানমন্ডি, ঢাকা।