501
কৃষ্ণচূড়ার মৌন মিছিলে নগর নিশ্চুপ ছিল
প্রতিটি গাছের মৃত্যুতে পরিব্রাজক তাকিয়েছিল শুধু
অথচ এই শহরের সমস্ত পাখি হাহাকার-আকাশের আরো উপরে তাকিয়েছিল।
ধানমন্ডিতে হাঁটতে গিয়ে, এইসব ফুলেল সম্রাটকে মনে হয়
চির বিদ্রোহি।
একটা পাখির হৃদয় দরকার-
মানব জনম কখনো পাবে নাকো পাখিদের গাছের বিলাপ;
আর কতো তুচ্ছ থেকে তুচ্ছতর হলে
আমাকে মানুষ নামে গালি দিতে পারব?
**//** ইয়েলো ক্যাফে, ধানমন্ডি, ঢাকা।