271
তুমি না হয় রইলে শেষ বিন্দু
একটু খানি আভা
তাকিয়ে আছি অবাক ভালোবাসায়
আমার আর রইল বাকী কে’বা!
একটু খানি বসতে দিও পাশে
একটু খানি গাছের মতো ছায়া
একটু খানি যা গেছে তা গেছে
অনেক খানি রইল বাকী মায়া।
**//** ধানমন্ডি, ঢাকা।