335
তুমি ভালোবাসার থেকে বেশী অভ্যাস
যেমন ধরো, প্রতিদিন ফোনে কথা না বললে অথবা
ম্যাসেন্জারে প্রিয় নামে না ডাকলে
কোকিল হীন বসন্তের মতো লাগে।
এই অভ্যাসের মতোই ভাবি আলবাট্রস পাখি হয়ে যাই
প্রায় ৫০ বছরের যুগল, মৃত্যুতে বয়সের স্থির
বৃদ্ধ হয়ে যাওয়া তোমার মুখ দেখে শেষ ঘুম দিতে চাই
তুমি মৃত্যু হয়ে পাশে থাকো দয়াকরে
পাঁজরে শপথ ছিল, মনে রেখ
রৌদ্দুর মাখা দিনেও ছায়া পড়ে-
**//** ধানমন্ডি, ঢাকা।