338
সম্মুখে দৃষ্টি তোমার, হাসি
পেছনে ঝড়, অশান্ত সাগর
অদ্ভুত আলোয় উত্তাল সময়টুকু আলোকিত-
দর্শকে বসে আছে বর্তমান আর অতীত;
পাথরের চোখে খুঁজে নিয়েছি অংক
এর পর কতো অঙ্গ-ভঙ্গ পারিপার্শ্বিক দৃষ্টি সমাচার
বরাবরের মতো এবার কিন্তু আর্ট-কালচার জমে’নি
উঠানে বৃষ্টির পানিতে ভাসছিল বসন্তের পাতা
অতীত ভাবছে পাতার সবুজ দিনের কথা
বর্তমান দেখছে শুধু রঙীন পত্রলেখা-
জীবনের কিছু যতিচিহ্ন অবলীলায় বসিয়ে দেয়া যেতে পারে
সেইসব পাতাঝরানো স্মৃতি
পায়ে-পায়ে ফেলে চলে এসেছি।
**//** ধানমন্ডি, ঢাকা।