289
যখন কিছুই করি না
একটা নদীর কথা ভাবি
অগোছালো বুনো লতা চারপাশ
নাম না জানা ফুল
অদ্ভুত জলের গন্ধ
বিস্তার করা খোলা আকাশ
শুধু সময়টা ঠিক নেই-
কখনো দূপুর কিংবা বিকেল
অথবা গোধূলী রাঙা সন্ধ্যা
একটা নদীর কথা ভেবে ভেবে
দিনে দিনে একান্ত-একা হয়ে যাই-
এই শহরের দূষিত বাতাস, কোলাহল
মনের সাথে মনের দূরত্বের বিষবাষ্প
সবকিছু ফেলে একটা নদীর কাছে যাব
মৃদু পানির শব্দে মুছে যাবে সব হাহাকার।
**//** ধানমন্ডি, ঢাকা।