709
তুমি বলবে অসম্ভবের দেশে
করবে বাস, নিরন্তর
অশান্তির নাগপাশ, কোলাহল?
আমি তো ঠিক উল্টোভাবে চলি
নিজের কথা না বলায় বলি
মাঝে মাঝে চোখের ইশারায়
অথবা স্মিত হাসি
ভালোবাসি, আশ্চর্য মুগ্ধতা
সব মিলেই আমার কবিতা।
**//** ইয়েলো ক্যাফে, ধানমন্ডি, ঢাকা।