352
মেঘে যার নিয়তি ছিল
******************
তুমি কেবল বসতে দিও পাশে
আকাশ যখন নামতে নামতে চোখের কাছে আসে
হাত বাড়িয়ে ধরো তখন আলো
বিস্মৃতির মিছিল ঠেলে আবার বেসো ভালো।
আছি আমি আগেও যেমন ছিলাম
মেঘে মেঘে সময় গেল চলে।
**//** গ্রিন লিলি, ধানমন্ডি, ঢাকা
২ জানুয়ারী, ২০১৯