852
একটা নরম আলো চাই
ক্যালভিন স্কেলে আমার মনের মতো
ঠিক যেন বহু যত্নে সাজানো কোন সেট
তুমি আসবে, দাড়াবে, আকাশের সাথে
মেঘের মতো চুল ঢেকে থাকবে
নরম লালাভ আলোয় উদ্ভাসিত হবে মুখ,
চিক চিক করে উঠবে চোখের মনি,
ব্যাকুল হয়ে চারপাশে খুঁজতে গিয়ে
যখন আবিষ্কার করবে আমিই তোমার ক্যামেরাম্যান
খুব অদ্ভুত ভাবে হেসে ফেলবে,
সেই হাসিতে পাওয়ার আনন্দে মাখা না পাওয়ার সুখ
আমি শেষবারের মতো ক্যামেরায় ক্লিক করব
তারপর আলোর সাথে মিশে গিয়ে বিলীন হয়ে যাব;
শেষ ছবি একেই বলি, অসমাপ্ত ক্ষণ।
**//** ধানমন্ডি, ঢাকা