330
আঁধখানা চাঁদ ছিল তার একা
বন্ধুর পথ, অজানা সীমারেখা
ক্লান্ত পর্যটক, লিখে গেছে পাহাড়সম আয়ূ
আমি তবে কাদের দলে ছিলাম?
পশ্চাতে মৃত্যু, ভয় – ক্ষুধা
মনে শুধু নতুন সূর্যদয়
ছায়াটাকে সঙ্গী করে হঠাৎ নিজেকে দেখা।
**//** ধানমন্ডি, ঢাকা।