784
স্রোতে গা ভাসাতে শুধু সাহস লাগে। সাহস সঞ্চয় করে ঝাপিয়ে পড়লেই হলো। এর পরের অংশটা আসলেই সহজ। স্রোত চমৎকার ভাসিয়ে নিয়ে যাবে। ‘প্রবাহমান নদী যে সাঁতার জানে না, তাকেও ভাসিয়ে রাখে’। কিন্তু সমস্যা হলো সকল স্রোতই একটা সময় সমুদ্রে গিয়ে মেশে। যাকে বলে অথৈ পাথার। কুল নেই, কিনারা নেই, স্রোতও নেই। তাই আর খুব বেশিক্ষণ ভেসে থাকা যায় না। পতন হয়।
যারা স্রোতে গা ভাসিয়ে চলেছে, তারা পাড় দেখতে পাচ্ছে। পাড় মানেই সম্ভাবনা। সময় থাকতে পাড়ে ভেরাই স্মার্টনেস। এই একটা বিষয়ে ওভারস্মার্ট না হওয়াই ভালো। সবচেয়ে ভালো স্রোতে গা না ভাসানো।
**//** ডেইলি স্টার সেন্টার, ঢাকা।