4.3K
চারদিকে চাইর চারটা বাঁশ
 তার মইধ্যে একটা খাটাস
 খাটাসের তিন হাত পা
 সামনে দুইটা গ্লাস
 একটায় যোগফল
 আর একটায় শুদ্ধ তরল
 পাইনসা খেলা খেলে
 খাটাস খট্টানি তালে
 তিন অঙ্গের নৃত্য খালি চলে;
 নৃত্য ঘুরণ পাকে
 চউখ গুলান চাইয়া থাকে
 করে কী ডিসকো কর্মকার!
 বাদ্য থামিয়া গেলে
 শেষে দেখে সব ম্যাসাকার
 শালা আমার কলির অবতার।
(কবিতাটি 2004 সালে লেখা। কবিসভার কবিতা সঞ্চালনের দ্বিতীয় কিস্তিতে ছাপা হয়েছিল)

