506
যদি এমন একটা সকাল চলে আসে কোনদিন
আমার চারপাশ, পরিচিত সব মুছে যাবে স্মৃতির ভাণ্ডারে,
যদি এমন একটা দিন আসে আমাকে কেউ চিনতে পারবে না,
অথবা পৃথিবীর সকল জীবিত সত্তাকে আমি আর খুঁজে পাব না!
মৃত্যু কি একেই বলে?
আমি আছি অথচ আমি নেই
কিংবা আমি আছি কোথাও কেউ নেই;
এই যে জীবনবোধ, এই যে আমার আমি নিয়ে এত ভাবনা –
এসব থেকে মুক্তি মানেই তবে কি মৃত্যু?
মৃত্যু মানেই কি নতুন করে শুরু করা?
**//** ইয়েলো কাফে, ধানমণ্ডি, ঢাকা