373
মদিরায় মত্ত হয়ে শীতল হতে চাই
ডাকো নি কতকাল-
সেই সব দিনের কথা ভাবতে ভাবতে
আধেক রাত হল পার-
ক্রমে ক্রমে যা কিছু হতেও পারত
সেই ভাবনায় নোনা জলে অদ্ভুত হুইস্কি আর চোখের জল
বিশ্বাস কর, এতকাল অপেক্ষায় ছিলাম
এমন অদ্ভুত ভাবে মাতাল হওয়ার-
একটা আকাশ আর মাতাল একটা গান।
অমরত্ব একেই বলি,
এই যে এত কাছে তারপরেও বলি না
ছিলাম আমি এখনো যেমন আছি
তোমার জন্য এই আমি বাঁচি।
**//** ধানমণ্ডি, ঢাকা ।